"নেইমারের সান্তোসের জার্সিতে ক্যারিয়ারের সবচে লজ্জাজনক হার।"
নেইমারের তার ক্যারিয়ারে ২০১১ সালে সান্তোসে বার্সেলোনার বিপক্ষে ৪-০ গোলের পর এই বার ৬-০ গোলে হারতে হলো ভাস্কোর কাছে। এটাই তার ক্যারিয়ারের সান্তোসের জার্সিতে সবচে লজ্জাজনক হার।
রবিবার (১৭ই আগস্ট) মোরুম্বিস স্টেডিয়ামে ব্রাজিলিয়ান লিগের ভাস্কোর বিপক্ষে সান্তোসের একটা ম্যাচ অনুষ্ঠিত হয়। সেখানে সান্তোসের জার্সিতে নেইমার ৬-০ গোলের নিশাল ব্যবধানে হেরে যেতে দেখা যায়। এই নিয়ে ক্ষুব্ধ নেইমার বলেন; "এইভাবে খেলার জন্য(দলে) আসলে, পরের থেকে আর মাঠে আসারি দরকার নাই"
২০২৪ বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিল জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হলেও সে ম্যাচে চোটের কারণে মাঠের বাইরে ছিলেন নেইমার। সকল হারকে পেছনে ফেলে এটাই তার ক্যারিয়ারের সবচে লজ্জাজনক হার বলে মনে করচ্ছে ভক্তরা।