সাতক্ষীরার সদর উপজেলায় বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলামকে পিটিয়ে বের করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন যুবদলের বিরুদ্ধে। শিক্ষক শফিকুল ইসলাম এ বিষয়েসদর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ অনুযায়ী ১৭ আগষ্ট সকাল ১০ ঘটিকায় ইউনিয়ন বিএনপির সেলিম আক্তার মন্টু, ছাত্রদল নেতা কামরুজ্জামান সহ আরো ১০-১২ জন লাঠিশোটা হাতুড়ি নিয়ে তার অফিসে প্রবেশ করে তার ওপর হামলা চালায় এবং তাকে টেনে হিচরে বাহিরে নিয়ে গিয়ে ইউনিয়ন পরিষদের ভবনে আটকে রেখে মারধর করা হয়। পরবর্তীতে শিক্ষককে উদ্ধার করে তার শিক্ষার্থী ও সহকর্মীরা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজহারুজ্জামান এ বিষয়ে বলেন, তিনি স্কুলে এসে দেখেন নেতারা তার অফিসে বসে আছে। তাদের সাথে কথা বলার একপর্যায়ে যুবদলের নেতা শফিকুল লাথি মেরে চেয়ার থেকে ফেলে দেন। এরপর তাকে বাহিরে নিয়ে গিয়ে মারধর করা হয়। পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনীর ক্যাম্পে খবর দিলে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ইউনিয়ন ছাত্রদলের নেতা কামরুজ্জামান ফোন রিসিভ করেনি। ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম আক্তার মন্টু এতে কিছু বলতে রাজিনা বলে ফোন কেটে দেন। জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহীদ ডাবলু বলেন যদি কোন নেতাকর্মী অবৈধ কাজকর্মে জরিত থাকে তবে তার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন