ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ‘স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ’ এর প্যানেলে সাধারণ সম্পাদকের (জিএস) মনোনয়ন ফরম নেওয়ার পর এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
তার বিরুদ্ধে ‘গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গকে’ কারণ দেখিয়ে সোমবার রাতে দলটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কথা লেখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “মাহিন সরকারকে স্ব-পদ ও দায়িত্ব থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে বহিষ্কার করা হল। এই বহিষ্কার আদেশ আজ (সোমবার) হতে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।”
মাহিন সরকারকে নিয়ে ‘ডিইউ ফার্স্ট’ নামে প্যানেল ঘোষণা করেছে স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ।
এ প্যানেলে ভিপি পদে লড়বেন জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ। জিএস পদে মাহিন সরকার ছাড়াও এজিএস পদে লক্ষ্মীপুর জেলা ছাত্রছাত্রী কল্যাণ সমিতির সভাপতি ফাতেহা শারমিন এ্যানি মনোনয়ন ফরম তুলেছেন।
মন্তব্য করুন