রাজ্যস্তরের শরিয়া আইনে সংশোধনী/নতুন বিধান আনতে পদক্ষেপ; বৈধ কারণ ছাড়া অনুপস্থিত থাকলে জরিমানা বা জেল—শুধু মুসলিম পুরুষদের জন্য প্রযোজ্য। মানবাধিকার সংগঠনের উদ্বেগ, কর্তৃপক্ষ বলছে ধর্মীয় শিষ্টাচার রক্ষার উদ্যোগ
কুয়ালালামপুর: আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান ও রয়টার্সে প্রকাশিত প্রতিবেদন উদ্ধৃত করে জানা গেছে, মালয়েশিয়ার একটি অঙ্গরাজ্য জুমার নামাজ ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গেলে (বৈধ কারণ ছাড়া) মুসলিম পুরুষদের জেল বা জরিমানার বিধান করতে যাচ্ছে/করেছে। সর্বোচ্চ শাস্তি হতে পারে দুই বছরের কারাদণ্ড। বিধানটি রাজ্যস্তরের শরিয়া আদালতের আওতায় কার্যকর হবে এবং অমুসলিমদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
প্রতিবেদনগুলোতে বলা হয়, নতুন বিধান/সংশোধনী অনুযায়ী কে কে ‘বৈধ কারণ’-এর আওতায় পড়বেন—তা রাজ্য আইনেই নির্ধারিত থাকবে; সাধারণত অসুস্থতা, ভ্রমণ, নিরাপত্তাজনিত বাধা ইত্যাদি কারণে ছাড় প্রযোজ্য হতে পারে। আইনটি রাজ্য বিধানসভায় অনুমোদন ও সরকারি গেজেট প্রকাশের পর কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে।