বিপিএসসি প্রকাশিত ফলাফলের পর সামাজিক মাধ্যমে অভিনন্দনের জোয়ার; বিশ্ববিদ্যালয়–অ্যালামনাইরা এটিকে ক্যাম্পাসের জন্য “ঐতিহাসিক অর্জন” বলছেন—আনুষ্ঠানিক বিস্তারিত প্রকাশ সাপেক্ষ
টাঙ্গাইল: ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলে প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অর্জন করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এমবিএসটিইউ) সাবেক শিক্ষার্থী ফরহাদ হোসেন—এমন অভিনন্দন পোস্টে ভরে উঠেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী–অ্যালামনাইদের সামাজিক মাধ্যম। ক্যাম্পাসজুড়ে আনন্দের খবরটি দ্রুত ছড়িয়ে পড়েছে। ফরহাদের বিভাগ, সেশন ও রোল–সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয় ও বিপিএসসির (বাংলাদেশ সরকারি কর্ম কমিশন) আনুষ্ঠানিক নথি থেকে জানানো হলে হালনাগাদ করা হবে।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসন ক্যাডারের শীর্ষস্থান যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্যই বড় মাইলফলক; উন্নত পাবলিক সার্ভিস–প্রস্তুতিতে এমবিএসটিইউ শিক্ষার্থীদের সক্ষমতার প্রতিফলন এটি। ফরহাদের সহপাঠী ও সিনিয়র–জুনিয়ররা অভিনন্দনে জানিয়েছেন, এ সাফল্য ক্যাম্পাসের পরবর্তী ব্যাচগুলোকে বিসিএস প্রস্তুতিতে আরও অনুপ্রাণিত করবে।