Farhan
প্রকাশঃ 17-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বের শীর্ষ ৫০ নারী নেত্রীর তালিকায় বাংলাদেশের সাবিতা বিনতে আজাদ শিফা



বাংলাদেশের কৃতী তরুণী সাবিতা বিনতে আজাদ শিফা বিশ্বের শীর্ষ ৫০ নারী নেত্রীর একজন হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি মনোনীত হয়েছেন [in]Visible Power Female Leadership ক্যাটাগরিতে। এই সম্মানজনক স্বীকৃতি দিয়েছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম (Rosatom)।

কেমন ছিলো নির্বাচনী প্রক্রিয়া

রাশিয়ার বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার সুবাদে শিফা রোসাটম সম্পর্কে জানতে পারেন। রোসাটমের ওয়েবসাইটে বিশ্বের ৫০ নারী নেত্রী নির্বাচনের জন্য আবেদন আহ্বান করা হয়। আবেদন প্রক্রিয়া তত্ত্বাবধান করে রোসাটমের অধীনস্থ অবনিন্সক টেক একাডেমি। প্রাথমিকভাবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২২০ জন নারীকে বাছাই করা হয়।

আবেদনে শিফাকে জমা দিতে হয় তার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, অর্জিত পুরস্কার-স্বীকৃতি, পেশাদারী কাজের অভিজ্ঞতা, প্রশিক্ষণ ও সার্টিফিকেশন, গবেষণাকর্ম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার কাজের প্রমাণপত্র। দীর্ঘ কয়েক ধাপের এই প্রক্রিয়া শেষে তিনি বিশ্বের শীর্ষ ৫০ নারী নেত্রীর একজন হিসেবে নির্বাচিত হন।

পারিবারিক ও শিক্ষাগত প্রেক্ষাপট

গাজীপুরের মেয়ে শিফার বাবা আবুল কালাম আজাদ, যিনি দু’বার জাতিসংঘের স্কলারশিপপ্রাপ্ত এবং মস্কোর লুমুম্বা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জন করেন। তার মা জনাবা সোহরাত বেগম গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।

শিফা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজ কর্ম বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তার সেশন : ২০১৪-২৫। ভারতের মেঘালয়ের নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটিতে গবেষণার অভিজ্ঞতা রয়েছে তার। তিনি ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসে (UITS) প্রভাষক হিসেবেও কর্মরত ছিলেন।

পেশাগত ও স্বেচ্ছাসেবী কাজ

শিফার যাত্রা শুরু হয়েছে এক যুগেরও বেশি সময় আগে। বাবা-মায়ের স্বপ্ন এবং প্রায় ১৩ বছরের স্বেচ্ছাসেবী কাজের অভিজ্ঞতা তাকে সামনে এগিয়ে নিয়েছে। তিনি রোহিঙ্গা শরণার্থী শিবিরে ওয়ার্ল্ড ভিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্সে গ্রান্ট একুইজিশন ম্যানেজমেন্টের লিড প্রোগ্রাম অফিসার হিসেবে কাজ করেছেন। শিশুদের নিয়েও তার অসংখ্য কাজ রয়েছে।

বর্তমানে তিনি বাংলাদেশের তরুণদের সফট স্কিল ও কমিউনিকেশন স্কিল উন্নয়নে কাজ করছেন। প্রতিষ্ঠা করেছেন ভিলেজ ইমপাওয়ারমেন্ট নামে একটি সংগঠন, যেখানে তিনি ফাউন্ডার ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।

আন্তর্জাতিক পরিমণ্ডলে অংশগ্রহণ

শিফা একাধিকবার রাশিয়ায় আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দিয়েছেন।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে সোচিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইউথ ফেস্টিভ্যালে বাংলাদেশ থেকে ৮৫ জন তরুণ-তরুণীর সঙ্গে অংশ নেন। সেখানে তিনি কৃষ্ণ সাগর থেকে আর্কটিক সাগর পর্যন্ত ভ্রমণ করেন এবং সেই অভিজ্ঞতা দেশ-বিদেশের বিভিন্ন দৈনিকে প্রকাশিত হয়।

২০২৪ সালের মে মাসে মস্কোতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল চিলড্রেনস কমিটিতে বাংলাদেশের হেড হিসেবে নেতৃত্ব দেন।

একই বছরের অক্টোবরে রাশিয়ার ওরেনবুর্গ শহরে অনুষ্ঠিত ইউরেশিয়া গ্লোবালে অংশ নেন, যেখানে বাংলাদেশকে বিশেষ মর্যাদা দিয়ে ক্লোজিং সেরিমনিতে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়।


বিরল অর্জন

শিফা ২০১৯-২০ সালে টোস্টমাস্টার্স ইন্টারন্যাশনাল আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব পাবলিক স্পিকিং প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল স্পিচ কনটেস্ট চ্যাম্পিয়ন হন। পরে এশিয়ার বিভিন্ন দেশে সেমিফাইনালিস্ট হিসেবেও লড়েছেন। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম অ্যাডভান্সড টোস্টমাস্টার্স ক্লাবের নারী সভাপতি। এছাড়া যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে দুটি ক্লাবের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তিনি ভারত ও নেপালে আন্তর্জাতিক বক্তা হিসেবে যোগ দিয়েছেন এবং নেপালের লাক্সমী ব্যাংকে বক্তৃতা দিয়েছেন।

সামনে যা থাকছে

নির্বাচিত ৫০ নারী নেত্রী অংশ নেবেন রাশিয়ার ওয়ার্ল্ড অ্যাটমিক উইক এবং আন্তর্জাতিক নারী নেতৃত্ব কর্মশালা ফিমেল লিডারশিপ ক্যাম্পে। এগুলো অনুষ্ঠিত হবে রাশিয়ার কালুগা ওবলাস্টের অবনিন্স শহরে, যা বেলারুশ সীমান্তের নিকটে।

ওয়ার্ল্ড অ্যাটমিক উইকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১০ হাজারেরও বেশি অংশগ্রহণকারী সমবেত হবেন রাশিয়ার পারমাণবিক শিল্পের ৮০ বছরের সাফল্য উদযাপনে। আর নারী নেতৃত্ব কর্মশালায় অংশ নেবেন শিফা এবং বিশ্বের অন্যান্য নির্বাচিত নারী নেত্রীরা।

বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য শিফার এই অর্জন নিঃসন্দেহে অনুপ্রেরণার এক দৃষ্টান্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইভে গান করতে থাকা অবস্থায় বিএনপি নেতার ফোন চুরি

1

৪৪তম বিসিএসের প্রশাসন ক্যাডারে প্রথম—মাওলানা ভাসানী প্রযুক্ত

2

বিশ্বের শীর্ষ ৫০ নারী নেত্রীর তালিকায় বাংলাদেশের সাবিতা বিনত

3

ভারতের এক স্কুলে বোরকা পরা চরিত্রে ‘সন্ত্রাসী’ দেখানোয় বিতর্

4

বিদেশে পাচারকৃত ৪০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান

5

বিমান বাংলাদেশের ১০ চাকা চুরির অভিযোগে দুই কর্মীর বিরুদ্ধে ত

6

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবির প্রতিবাদে মধ্যরাতে বুয়েট শিক্ষা

7

মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয়

8

সংবাদ সম্মেলন করে একযোগে এনসিপির ১৫ নেতার পদত্যাগ

9

বনজ কুমার মজুমদার কি ভারতীয় গোয়েন্দা সংস্থা "র" এর সদস্য?

10

অন্য প্যানেলে ডাকসুর মনোয়ন ফরম, এনসিপির মাহিন বহিষ্কার

11

অবিলম্বে সব উপজেলা হাসপাতালে ‘স্নেকবাইট ভ্যাকসিন’ সরবরাহের আ

12

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: সপ্তাহব্যাপী ব্যস্ত কর্মসূচি

13

আসিফ নজরুলের মন্তব্য রাষ্ট্রবিরোধী অবস্থানের শামিল : এনসিপি

14

দুর্নীতিবাজ শেখ মুজিব ও আওয়ামী শাসনের এক ঝলক।

15

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

16

বিজিবির আরও একটি সফল অভিযান: ১৪ লক্ষ টাকার নিষিদ্ধ ওষুধ জব্দ

17

রুমিন ফারহানা কে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা।

18

৬ বছরে পাঁচবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ জিতেছে বসুন্ধরা কিংস

19

পরীক্ষার হলেই কলেজে শিক্ষার্থীর মৃত্যু

20