মঙ্গলবার রাত ৯টার দিকে লালমোহন শাহ স্ট্রিটের বাসায় ঘটনাটি ঘটে; ঢামেকে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন
ঢাকা, ওয়ারী: রাজধানীর ওয়ারীতে এসির পানিভর্তি বালতিতে পড়ে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ৯টার দিকে লালমোহন শাহ স্ট্রিটের একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুটির নাম মাহাদী হাসান (দেড় বছর)। তিনি লালমোহন শাহ স্ট্রিটের আবুল বাশারের ছেলে।
পরিবার সূত্রের বরাতে জানা যায়, বাসায় এসির পানি জমাতে রাখা একটি বালতিতে শিশুটি পড়ে যায়। ঘটনার পর পরিবারের সদস্যরা দ্রুত তাকে ঢামেকে নেন, তবে চিকিৎসকেরা পৌঁছানোর পরই তাকে মৃত ঘোষণা করেন।