নতুন সচিব নিয়োগ পেল তিন মন্ত্রণালয়ে। শিক্ষা, পানিসম্পদ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়। ১৮ আগষ্ট সোমবার তাদের সব মন্ত্রণালয়ে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নিয়োগ পেয়েছেন রেহানা পারভীন। যার এনএসডিএ এর নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়ীত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। রেহানা পারভীনকে বদলি করে ১৮ আগষ্ট প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রেহানা পারভিন শিক্ষা মন্ত্রণালয়পর ইতিহাসে প্রথম নারী সচিব। অপরদিকে মোহাম্মদ মোকাব্বির হোসাইন নিয়োগ পেয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিওর সচিব হিসেবে। যার আগে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিওর সচিব হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের হয়ে নিয়োগ পয়েছেন অর্থ বিভাগে সংযুক্ত অতিরক্ত সচিব মোহাম্মদ আবু ইউসুফ। প্রসঙ্গত ২৩ জুলাই শিক্ষার্থীদের আপত্তির মুখে সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের প্রত্যাহার করা হয়। সেদিনই তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যুক্ত জরা হয়। অপরদিকে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান গতকাল ১৭ আগষ্ট অবসরত্তো ছুটিতে গিয়েছেন। আর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহিউদ্দিন ৪ আগষ্ট অবসরে যান।
মন্তব্য করুন