সম্প্রতি তানভীর রাহীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে রাহী বলছেন, আফ্রিদিকে বাঘের মতো ভয় পান তিনি। এরপরই তিনি বলতে শুরু করেন আফ্রিদির অজানা নেতিবাচক দিকগুলো।
রাহী বলেন,
সে একেবারে অন্যরকম একজন মানুষ। ক্যামেরার ভেতরে এক রকম আর বাইরে আরেক রকম। আমি বলবো, ক্যামেরার বাইরে সে ‘ভয়ংকর’ একটা লোক।
আফ্রিদির বিরুদ্ধে যাওয়ায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তাকে বেল্ট দিয়ে পেটানো হয়েছিল।
"যখন ওর মনে হয় কেউ তার বিরুদ্ধে কাজ করছে তখন ফোনকল দেয়। এরপর তার ক্ষমতা তাকে দেখিয়ে দেয়।"- এমনটাই জানান রাহী। ৫ই আগস্টের পর তাকে ভিপি নুরের সাথে কথা বলিয়েও ভয় দেখান আফ্রিদি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলায় আসামি তৌহিদ আফ্রিদি রোববার (২৪ আগস্ট) রাতে বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় সিআইডির বিশেষ অভিযানে গ্রেফতার হন। মামলায় ১১ নম্বর আসামি তিনি।
এ মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই নম্বর আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তিন নম্বরে রয়েছেন পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। মামলায় ২২ নম্বর আসামি তৌহিদ আফ্রিদির বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী, তাকে গত ১৭ আগস্ট ঢাকা মহানগর পুলিশ গ্রেফতার করে।