প্রিন্ট এর তারিখঃ Aug 26, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 26, 2025 ইং
জাতীয় দলের সাবেক ফুটবলার মাদকসহ গ্রেপ্তার
সোমবার (২৫ আগস্ট) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদক ব্যবসায়ী আরমানের সহযোগী হিসেবে কাজ করা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের (অনূর্ধ্ব-১৫) সাবেক খেলোয়াড় আশিকুর রহমান আশিকসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটক অপরজন হলেন অরিফ হোসেন বাঁধন। তবে মূল হোতা আরমান পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা, একটি রামদা, একটি চাপাতি ও বিভিন্ন ইলেকট্রনিকস ডিভাইস উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে মাদক কারবারি আরমান ওই এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হলে তার সহযোগী আশিক ও বাঁধন পুলিশের হাতে ধরা পড়ে।
স্থানীয়রা জানান, দেশের বাইরে ফুটবল খেলে বেশ চমক দেখিয়েছেন আশিক। ২০১৯ সাল নেপালে অনুষ্ঠিত হওয়া মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের খেলায় ৭৫ মিনিটে আশিক মাঠে নেমে একাই ২ গোল দেন। ওই খেলায় ৯-০ গোলে বাংলাদেশ জিতে যায়। সে সময় উদীয়মান ফুটবলার হিসেবে বেশ আলোচনায় আসেন আশিক। কিন্তু পরে নানা কারণে মাদকের জগতে ঢুকে পড়েন। আরমানের সহযোগী হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে এলাকায় প্রভাব বিস্তার করতে শুরু করেন এই উদীয়মান খেলোয়াড়।
পুলিশ জানায়, আটকরা আরমানের হয়ে ইয়াবা সরবরাহ ও অস্ত্রের পাহারাদার হিসেবে কাজ করত। তাদের বিরুদ্ধে স্থানীয়ভাবে একাধিক অভিযোগ ছিল।
এ বিষয়ে ওসি তাজুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছিল। আটককৃতদের বিরুদ্ধে রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।
© ২০২৫, বিয়ন্ডস্টার ডিজিটাল লি: সর্বস্বত্ব সংরক্ষিত।