প্রিন্ট এর তারিখঃ Aug 26, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 26, 2025 ইং
বিজিবির আরও একটি সফল অভিযান: ১৪ লক্ষ টাকার নিষিদ্ধ ওষুধ জব্দ
মঙ্গলবার (২৬ আগস্ট) বিজিবির ফেনীর ছাগলনাইয়া উপজেলার দেবপুর বিওপির সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে ১৪ লাখ ৭ হাজার ৭৪২ টাকার ভারতীয় ঔষধ জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি), যা নিশ্চিত করেছেন ফেনী ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।
বিজিবি সূত্র জানায়, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করেছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৪ লাখ ৭ হাজার ৭৪২ টাকা। জব্দকৃত ঔষধগুলো বর্তমানে স্থানীয় কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন নিজেদের অবস্থান স্পষ্ট করে আরও বলেন, 'সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে আমাদের আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবি কঠোর নীতি অব্যাহত রাখবে।’
© ২০২৫, বিয়ন্ডস্টার ডিজিটাল লি: সর্বস্বত্ব সংরক্ষিত।