প্রিন্ট এর তারিখঃ Aug 26, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 22, 2025 ইং
পরীক্ষার হলেই কলেজে শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী শরিফা আক্তার লিপি পরীক্ষা হলেই মৃত্যুবরণ করেন।
২১ আগস্ট সকাল দশটার দিকে পরীক্ষা শুরু হওয়ার আগ মুহূর্তেই অসুস্থ হয়ে পড়েন কলেজ শিক্ষার্থী। পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শরিফা আক্তার লিপি ছিলেন সাতক্ষীরা সদরের মাছখোলা এলাকার মোঃ শহিদুল ইসলামের মেয়ে।
সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম বলেন, আমাদের ছাত্রী শরিফা আক্তার লিপির আকস্মিক মৃত্যুতে কলেজ পরিবার শোকাহত। আমি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং সবার কাছে তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া কামনা করছি।
© ২০২৫, বিয়ন্ডস্টার ডিজিটাল লি: সর্বস্বত্ব সংরক্ষিত।