প্রিন্ট এর তারিখঃ Aug 26, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 21, 2025 ইং
শিশু ধর্ষণ মামলায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল: অর্ধেকে নামল তদন্ত ও বিচারকাল
শিশু নির্যাতন ও ধর্ষণের মতো সংবেদনশীল ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে সম্প্রতি আইন সংশোধন করা হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, গত চার বছরে ২ হাজার ৬৪৫ জন মেয়ে এবং ২৫১ জন ছেলে ধর্ষণের শিকার হয়েছেন। ভয়াবহ এ পরিস্থিতিতে ভুক্তভোগীরা সাহস করে অভিযোগ জানালেও ন্যায়বিচার পেতে তাদের ও তাদের পরিবারকে বছরের পর বছর অপেক্ষা করতে হয়েছে। তদন্ত প্রক্রিয়া যেখানে শেষ হওয়ার কথা ছয় মাসের মধ্যে, সেখানে তা দীর্ঘ সময় ধরে চলেছে, আর বিচারপ্রক্রিয়া আরও দীর্ঘায়িত হয়েছে। এর ফলে অপরাধীরা শাস্তির ভয় না পেয়ে একই অপরাধ পুনরায় করেছে, এমনকি কেউ কেউ বিচার এড়িয়ে যেতেও সক্ষম হয়েছে।
নতুন আইনে এসব সীমাবদ্ধতা দূর করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে শিশু ধর্ষণ মামলার তদন্ত ও বিচার দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে। আইন অনুযায়ী এখন থেকে তদন্ত শেষ করতে হবে ১৫ দিনের মধ্যে এবং বিচার শেষ করতে হবে ৯০ দিনের মধ্যে। এছাড়া, ডিএনএ পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষা না করে বিচারকরা কেবল মেডিকেল সার্টিফিকেট ও পরিস্থিতিগত প্রমাণের ভিত্তিতে বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে পারবেন।
বিশেষজ্ঞদের মতে, এ পরিবর্তন ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি অপরাধীদের জন্য কঠোর বার্তা হিসেবে কাজ করবে এবং শিশুদের জন্য একটি নিরাপদ পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে।
© ২০২৫, বিয়ন্ডস্টার ডিজিটাল লি: সর্বস্বত্ব সংরক্ষিত।