প্রিন্ট এর তারিখঃ Aug 26, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 21, 2025 ইং
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবির প্রতিবাদে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাত দফা দাবি সাথে দ্বিমত পোষণ করে রাত একটাই বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়(বুয়েট) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার(২১ই আসস্ট) রাত একটার দিকে বুয়েটের বিক্ষোভ বুয়েট থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সাত দফার অযৌক্তিক দাবি দিয়েছে বলেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ মিছিল থেকে, "কোটা না মেধা, মেধা মেধা ", "ছাগল দিয়ে হাল চাষ, হবে না হবে না ", "চাকরি তুই করলে কর, ইঞ্জিনিয়ার বানান কর" ইত্যাদি স্লোগান শুনতে পাওয়া যায়। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সাত দফা অযৌক্তিক দাবি দিয়েছে বলে দাবি করা হয় বিক্ষেপ থেকে। তারা আরো বলে, "তারা সব গ্রেডে তাদের জন্য কোটা বরাদ্দ চাচ্ছে। আমরা বলেছিলাম ৯ম গ্রেডে বিএসসি ডিগ্রি ছাড়া কেউ যেতে পারবে না, আর দর্শন গ্রেডে সকলের জন্য উন্মুক্ত করে দিতে হবে। সেখানে মেধার জোরে যে কেউ জায়গা করে নিতে পারবে না, কিন্তু তারা কোটার পাশাপাশি ডিপ্লোমা পাস করে দর্শন গ্রেডে ৫০ শতাংশ পদোন্নতি চাই। এছাড়াও তারা গতকাল তাদের সমাবেশে বিএসসি ডিগ্রী অর্থাৎ আমাদের কুলাঙ্গার বলেছে। তাদের এসব অযৌক্তিক দাবি কখনোই মেনে নেওয়া যায় না।"
গত ২০ আগস্ট রাজধানীর প্রেস ক্লাবে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রামী পরিষদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করে পলিটেকনিক শিক্ষাক, শিক্ষার্থী ও ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা।এ সময় তারা ৭ দফা দাবি পেশ করে।
© ২০২৫, বিয়ন্ডস্টার ডিজিটাল লি: সর্বস্বত্ব সংরক্ষিত।