প্রিন্ট এর তারিখঃ Aug 26, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 21, 2025 ইং
দ. কেরানীগঞ্জে নারী পুলিশ ধর্ষণ অভিযোগ; ওসি–ঊর্ধ্বতনের ‘ধামাচাপা’ অভিযোগ
দ. কেরানীগঞ্জে নারী পুলিশ ধর্ষণ অভিযোগ; ওসি–ঊর্ধ্বতনের ‘ধামাচাপা’ অভিযোগ
ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার নারী ব্যারাকে সহকর্মী নারী পুলিশ সদস্যকে ধর্ষণের অভিযোগ উঠেছে কনস্টেবল সাফিউর রহমান-এর বিরুদ্ধে। শুধু তাই নয়, ধর্ষণের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে গত ছয় মাস ধরে তাকে বারবার নির্যাতন করার অভিযোগ করেছেন ভুক্তভোগী।
অভিযোগ রয়েছে, প্রতিকার চাইতে থানায় ঘুরেও মামলা করতে পারেননি ওই নারী পুলিশ সদস্য। থানার ওসি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে ধামাচাপার চেষ্টা চালানোর অভিযোগও করেছেন তিনি। এমনকি অভিযোগ না মেনে টাকার প্রলোভন দেখানো হয় বলে দাবি তার।
ভুক্তভোগী জানান, গত রমজানের পর রাতে ব্যারাকে একা থাকার সময় প্রথমবার তাকে জোরপূর্বক ধর্ষণ করেন সাফিউর এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে রাখেন। এরপর থেকে ব্ল্যাকমেইল করে নিয়মিত নির্যাতন চালান।
ঘটনা প্রকাশ হওয়ার পর বিষয়টি থানায় মীমাংসার চেষ্টা করা হলেও মামলা নিতে অস্বীকৃতি জানানো হয়। পরে তাকে সিসি করে পুলিশ লাইনে পাঠানো হয়। একইভাবে অভিযুক্ত সাফিউরকেও পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
অভিযুক্ত সাফিউরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় শোনার পর কোনো মন্তব্য না করে ফোন কেটে দেন।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন বলেন, “আমার কাছে কোনো অভিযোগ আসেনি। বিষয়টি এসপি স্যার দেখছেন।”
ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, “বিষয়টি তদন্তাধীন। এটি প্রেমঘটিত নাকি কাউকে ফাঁসানো হচ্ছে সব খতিয়ে দেখা হচ্ছে। দোষী সাব্যস্ত হলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।”
© ২০২৫, বিয়ন্ডস্টার ডিজিটাল লি: সর্বস্বত্ব সংরক্ষিত।