প্রিন্ট এর তারিখঃ Aug 26, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 20, 2025 ইং
গাজায় এখন পর্যন্ত ১ লাখ ১ হাজার ২৭১ টন জরুরি মানবিক সহায়তা পাঠিয়েছে তুরস্ক—মিডিয়া প্রতিবেদন

খাদ্য, ওষুধ, আশ্রয়সামগ্রীসহ ধারাবাহিক চালান পাঠানো হচ্ছে; সীমান্ত ও নিরাপত্তাজনিত বিধিনিষেধের কারণে বিতরণে চ্যালেঞ্জ রয়ে গেছে
আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত তথ্য ও সামাজিক মাধ্যমে শেয়ার হওয়া ভিজ্যুয়াল অনুযায়ী, তুরস্ক গাজা উপত্যকায় এখন পর্যন্ত মোট ১ লাখ ১ হাজার ২৭১ টন জরুরি মানবিক সহায়তা পাঠিয়েছে। বুধবার, ২০ আগস্ট ২০২৫ তারিখে প্রকাশিত একাধিক প্রতিবেদনে এ পরিমাণ উল্লেখ করা হয়।
তুর্কি সহায়তার মধ্যে খাদ্যপ্যাকেজ, চিকিৎসা ও সার্জিক্যাল সামগ্রী, শিশু খাদ্য, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, তাঁবু-চাদরসহ আশ্রয়সামগ্রী রয়েছে বলে জানানো হয়েছে। তুর্কি সরকারি সংস্থা ও বেসরকারি রিলিফ সংগঠনগুলো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয়ে এসব চালান পাঠাচ্ছে এবং পরিস্থিতি অনুযায়ী নতুন চালানের প্রস্তুতিও চলছে।
© ২০২৫, বিয়ন্ডস্টার ডিজিটাল লি: সর্বস্বত্ব সংরক্ষিত।