প্রিন্ট এর তারিখঃ Aug 26, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 20, 2025 ইং
ইরানের উন্নত ক্ষেপণাস্ত্র প্রস্তুত; ইসরায়েল উসকালে ব্যবহার হবে—প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদে

“আগের তুলনায় আরও আধুনিক ও শক্তিশালী” মিসাইল তৈরি হয়েছে বলে দাবি; ইসরায়েলের পুনরায় উসকানিমূলক অভিযানে “কঠোর জবাব” দেওয়ার হুঁশিয়ারি
তারিখ/স্থান
তেহরান | ২০ আগস্ট ২০২৫
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে জানিয়েছেন, দেশটি আগের চেয়ে “আরও আধুনিক ও শক্তিশালী” ক্ষেপণাস্ত্র উৎপাদন করেছে। তিনি স্পষ্ট করে বলেন, ইসরায়েল যদি আবারও কোনো উসকানিমূলক অভিযান চালায়, তবে ইরান এই নতুন ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করবে।
নাসিরজাদে বলেন, “আমাদের প্রতিরক্ষা সক্ষমতা প্রতিনিয়ত উন্নত হচ্ছে। যে কোনো আগ্রাসন বা উসকানি হলে জবাব দিতে প্রস্তুত।” তবে তিনি নতুন মিসাইলগুলোর কারিগরি স্পেসিফিকেশন, পাল্লা বা মোতায়েন–সময়ের বিস্তারিত প্রকাশ করেননি।
© ২০২৫, বিয়ন্ডস্টার ডিজিটাল লি: সর্বস্বত্ব সংরক্ষিত।