প্রিন্ট এর তারিখঃ Aug 26, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 20, 2025 ইং
তিন দিনে উত্তর–পূর্বে ভারী বৃষ্টি, ১০ জেলার নিম্নাঞ্চল সাময়িক প্লাবনের শঙ্কা—বন্যা পূর্বাভাস কেন্দ্র
উজান ও দেশের ভেতরে ধারাবাহিক বর্ষণে তিস্তা–ধরলা–দুধকুমার এবং সুরমা–কুশিয়ারা অববাহিকায় পানি বাড়তে পারে; জেলা প্রশাসনকে সতর্কতা জারি
ঢাকা: পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (FFWC) জানিয়েছে, আগামী তিন দিনে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে (ভারতের আসাম–মেঘালয়, সিকিম–উত্তরবঙ্গ এলাকায়) ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে তিস্তা, ধরলা, দুধকুমার, ব্রহ্মপুত্র–যমুনা এবং সুরমা–কুশিয়ারা অববাহিকায় পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। ফলে ১০ জেলার নিন্মাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
© ২০২৫, বিয়ন্ডস্টার ডিজিটাল লি: সর্বস্বত্ব সংরক্ষিত।