প্রিন্ট এর তারিখঃ Aug 26, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 20, 2025 ইং
ভারতের এক স্কুলে বোরকা পরা চরিত্রে ‘সন্ত্রাসী’ দেখানোয় বিতর্ক; অধ্যক্ষের ক্ষমা প্রার্থনা
স্কুল প্রাঙ্গণে নাটিকায় বোরকা–পরা শিক্ষার্থীর হাতে খেলনা বন্দুক দেখানোয় সামাজিক মাধ্যমে সমালোচনা; কর্তৃপক্ষ বলছে, উদ্দেশ্য ছিল সচেতনতা—কারও অনুভূতিতে আঘাত লাগলে দুঃখিত
ভারতের একটি স্কুলে আয়োজিত সাংস্কৃতিক/ড্রিল প্রদর্শনীতে বোরকা পরিহিত চরিত্রকে ‘সন্ত্রাসী’ হিসেবে দেখানোর অভিযোগে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়—কয়েকজন শিক্ষার্থী বোরকা পরে হাতে খেলনা বন্দুক নিয়ে মঞ্চায়ন করছে, মাটিতে ‘আহত’ অবস্থায় আরেক শিক্ষার্থী শুয়ে আছে; পাশে শিক্ষক-অভিভাবকরা উপস্থিত। ভিডিও ভাইরাল হওয়ার পর ধর্মীয় পোশাকের সঙ্গে সহিংসতার নেতিবাচক স্টেরিওটাইপ জুড়ে দেওয়ার সমালোচনা শুরু হয়।
© ২০২৫, বিয়ন্ডস্টার ডিজিটাল লি: সর্বস্বত্ব সংরক্ষিত।