প্রিন্ট এর তারিখঃ Aug 26, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 20, 2025 ইং
নাইজেরিয়ায় ফজরের নামাজের সময় মসজিদে হামলা; অন্তত ২৭ জন নিহত

ভোরে চালানো সশস্ত্র হামলায় বড় ধরনের প্রাণহানি
প্রাথমিক প্রতিবেদনে দাবি; দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। আহতের সঠিক সংখ্যা ও হামলার সুনির্দিষ্ট স্থান আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
নাইজেরিয়ার একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে সশস্ত্র হামলায় অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে। স্থানীয় সময় ভোরে নামাজরত মুসল্লিদের ওপর গুলি ও বিস্ফোরণের মতো সহিংসতা চালানো হয়—এমন দাবি উঠে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্ট ও কিছু সংবাদ প্রতিবেদন থেকে। এখনও কোনো গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি। নিহত ও আহতদের পরিচয়, হামলার সুনির্দিষ্ট রাজ্য/জেলা এবং হামলাকারীদের সংখ্যা–অস্ত্রশস্ত্র–পলায়নের রুট সম্পর্কে অফিসিয়াল কিছু জানানো হয়নি।
© ২০২৫, বিয়ন্ডস্টার ডিজিটাল লি: সর্বস্বত্ব সংরক্ষিত।