প্রিন্ট এর তারিখঃ Aug 26, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 20, 2025 ইং
বিমান বাংলাদেশের ১০ চাকা চুরির অভিযোগে দুই কর্মীর বিরুদ্ধে তদন্ত শুরু
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে ব্যবহৃত ১০টি চাকা চুরির অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের দুই কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হয়েছে।
অভিযোগে বলা হয়, উড়োজাহাজের ব্যবহৃত চাকা মেয়াদ শেষ হওয়ায় সেগুলো হ্যাঙ্গারের পাশের অকশন শেডে সংরক্ষিত ছিল। সেখান থেকেই অনুমোদন ছাড়াই দুটি কর্মী ওই চাকা অন্য একটি বেসরকারি এয়ারলাইন্সে হস্তান্তর করেন।
প্রতিটি চাকার বাজারমূল্য প্রায় ৫ থেকে ১৫ হাজার মার্কিন ডলার। সবগুলো মিলে ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে কোটি টাকারও বেশি। বিষয়টি প্রকাশ্যে আসার পর বিমানবন্দর থানায় জিডি করা হয়।
নিরাপত্তা ও সুনামহানি
বিমানবন্দরের হাই-সিকিউরিটি এলাকায় এমন চুরির ঘটনা অনেককে বিস্মিত করেছে। এ ধরনের অনিয়ম কেবল আর্থিক ক্ষতি নয়, বরং জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সের সুনাম ও বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে।
তদন্ত কমিটি গঠন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে। দোষ প্রমাণিত হলে অভিযুক্ত কর্মীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সাম্প্রতিক সময়ে বিমানের কয়েকটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, চাকা ফেটে যাওয়া এবং ফ্লাইট বিলম্বের ঘটনা ঘটেছে। ঠিক এই সময়ে চাকা চুরির মতো ঘটনা সংস্থার উপর আস্থা ও নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।
© ২০২৫, বিয়ন্ডস্টার ডিজিটাল লি: সর্বস্বত্ব সংরক্ষিত।