ছাত্রজনতার জুলাই উভ্যাত্থানের মাধ্যমে অন্তর্বর্তী কালীন সরকার প্রতিষ্ঠা হবার পরই কথা হচ্ছে সংস্কার নিয়ে। সংস্কারের মূল কারণ হচ্ছে ক্ষমতা ধরে রাখার প্রবনতা দূর করে প্রকৃত গণতন্ত্র স্থাপন করা। কিন্তু সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন মতের কারণে ভবিষ্যৎ রাষ্ট্র ব্যাবস্থা কেমন হবে তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। সংবিধান সংস্কার কমিশনের মূল প্রস্তাবনা অনুযায়ী প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধিতে প্রাধান্য দেওয়া হয়েছে। কিন্তু রাজনৈতিক দলগুলোর বিভিন্ন মতের কারণে এ প্রস্তাবনা কতটুকু বাস্তবায়ন করা সম্ভব তা নিয়ে আছে সন্দেহ। বর্তমান সংবিধান অনুযায়ী সরকারপ্রধানের কাছে সকল নির্বাহী কতৃক ক্ষমতা ন্যাস্ত থাকবে। অপরদিকে প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছারা রাষ্ট্রপতিকে সকল কাজে পরামর্শ গ্রহণ করতে হয় প্রধানমন্ত্রীর। এমন অবস্থা পরিবর্তনের জন্য নির্বাহী বিভাগ, আইনসভা ও বিচারবিভাগের সমন্বয়ে জাতীয় সংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাব প্রেরণ করেছিলো সংবিধান সংস্কার কমিশন। যা গঠন হলে কমে যেত প্রধানমন্ত্রীর ক্ষমতা। কিন্তু বিএনপি সহ কিছু দলের বিরোধিতার কারণে বাতিল হয় এই প্রস্তাব। পরবর্তী সংবিধান নিয়োগ কমিটি গঠনের পৃরস্তাবে আপত্তি জানায় বেশকিছু দল। শেষ পযন্ত ঐক্যমত্য কমিশন ইসি, পিএসসি, ন্যায়পাল মহাহিসাব নিরক্ষক ও নিয়ন্ত্রক এবং দুদক গঠনে সংবিধানে পৃথক বিধান যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়। এরমধ্যে ইসি গঠনের প্রক্রিয়ায় একমত পোষোন করেছে রাজনৈতিক দলগুলো। বাকি চার প্রতিষ্ঠান গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর রয়েছে ভিন্ন মত। নতুন সরকার গঠিত হলে এসব প্রতিষ্ঠানে নিয়োগের বিষয়ে কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়িত হওয়ার সম্ভবনা নেই। কমিশনের প্রস্তাব অনুযায়ী একই ব্যক্তির একাধারে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও ক্ষমতাশীল দলের প্রধান হওয়ার বিষয়টি থেকে সরে আসার প্রস্তাব থাকলেও রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনায় প্রকাশিত হয়েছে ভিন্নমত। তবে প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো যে এক ব্যাক্তি ২ মেয়াদ (১০ বছর) এর বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেনা। অপরদিকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় রাষ্ট্রপতির হাতে মোট ১২ টি প্রতিষ্ঠানের নিয়োগ ক্ষমতা প্রনয়ণের কথা হয়েছিলো। সেনা নৌ ও বিমান বাহিনী প্রধান নিয়োগ সহ আরও ইত্যাদি প্রতিষ্ঠান।