প্রিন্ট এর তারিখঃ Aug 26, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 18, 2025 ইং
সাভারকে ‘দূষিত বায়ু অঞ্চল’ ঘোষণা, ইটভাটায় কড়াকড়ি
ঢাকা, ১৮ আগস্ট: সাভার উপজেলাকে ‘দূষিত বায়ু অঞ্চল’ (Degraded Air Shed) ঘোষণা করেছে সরকার। বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২২ এর আওতায় জারি করা এ ঘোষণার ফলে আগামী সেপ্টেম্বর থেকে সাভারে টানেল ও হাইব্রিড হফম্যান ভাটার বাইরে অন্য সব ধরনের ইটভাটার কার্যক্রম নিষিদ্ধ থাকবে।
একই সঙ্গে খোলা স্থানে কঠিন বর্জ্য পোড়ানো ও নতুন দূষণকারী শিল্পকারখানার অনুমোদন দেওয়াও সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের কন্টিনিউয়াস এয়ার মনিটরিং স্টেশন (CAMS) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সাভারের বাতাসে দূষণের মাত্রা বর্তমানে জাতীয় মানদণ্ডের প্রায় তিন গুণ, যা স্থানীয় জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে এবং শুষ্ক মৌসুমে রাজধানী ঢাকার বায়ুমানকে আরও অবনতির দিকে ঠেলে দিচ্ছে।
গবেষণা ও পর্যবেক্ষণ বলছে, ঢাকার মোট বায়ু দূষণের প্রায় ৫৮ শতাংশের জন্য দায়ী ইটভাটা। এদের মধ্যে অনেক ভাটা পরিবেশগত ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে পরিচালিত হচ্ছে, যা একদিকে বিষাক্ত ধোঁয়া ছড়াচ্ছে, অন্যদিকে বন উজাড় ও পরিবেশ ধ্বংসে ভূমিকা রাখছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আশা করছে, এ ঘোষণার ফলে সাভার ও ঢাকার দূষণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। এর আগে উচ্চ আদালত অবৈধ ভাটা বন্ধ এবং নিষিদ্ধ এলাকায় স্থাপিত ভাটা অপসারণের নির্দেশ দিয়েছিল।
পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, সরকারের এ পদক্ষেপ দূষণ নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে, তবে এর কঠোর বাস্তবায়নই কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত করতে পারে
© ২০২৫, বিয়ন্ডস্টার ডিজিটাল লি: সর্বস্বত্ব সংরক্ষিত।