প্রিন্ট এর তারিখঃ Aug 26, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 18, 2025 ইং
বিদেশে পাচারকৃত ৪০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান

ঢাকা, ১৭ আগস্ট ২০২৫: বাংলাদেশ থেকে পাচার হওয়া প্রায় ৪০ হাজার কোটি টাকার সম্পদের খোঁজ মিলেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনস্থ কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে পাঁচটি দেশের সাতটি শহরে অনুসন্ধান চালিয়ে এই তথ্য পাওয়া গেছে।
সিআইসির মহাপরিচালক আহসান হাবিব বলেন, নয়টি দেশে মোট ৩৫৫টি পাসপোর্টধারীর সন্ধান পাওয়া গেছে। এদের মধ্যে অনেক বাংলাদেশি পাচার করা অর্থে বিদেশে সম্পদ গড়ে তুলেছেন। সংশ্লিষ্ট দেশগুলো হলো— অ্যান্ডোরা অ্যান্ড বারবুডা, অস্ট্রিয়া, ডোমিনিকা, গ্রেনাডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, নর্থ মেসিডোনিয়া, মাল্টা, সেন্ট লুসিয়া এবং তুরস্ক।
তিনি আরও জানান, এখন পর্যন্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ৩৪৬টি সম্পদের তথ্য মিলেছে। এসব সম্পদ বাজেয়াপ্ত করে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। পাচারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ চলছে।
প্রধান উপদেষ্টা বলেন, দেশের সম্পদ লুটপাট ভয়াবহ দেশদ্রোহিতা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর দেশ গড়তে হলে লুটেরাদের কঠোরভাবে আইনের আওতায় আনতে হবে।
তিনি আরও যোগ করেন, “এমন দৃষ্টান্ত তৈরি করতে হবে যাতে ভবিষ্যতে কেউ দেশের সম্পদ লুট করে বিদেশে সম্পদ তৈরি করার সাহস না পায়।”
© ২০২৫, বিয়ন্ডস্টার ডিজিটাল লি: সর্বস্বত্ব সংরক্ষিত।