প্রিন্ট এর তারিখঃ Aug 26, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 18, 2025 ইং
৬ বছরে পাঁচবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ জিতেছে বসুন্ধরা কিংস
২০১৩ সালে প্রতিষ্টার মাত্র ১২ বছরের মধ্যে গত ৬ বছরে পাঁচবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ জিতেছে বসুন্ধরা কিংস। এখন তাদের লক্ষ শুধু দেশীয় সাফল্যে সীমাবদ্ধ নয়, তারা নিয়মিতভাবে এশিয়ার শীর্ষ প্রতিযোগিতা গুলোতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে মহাদেশীয় পরাশক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।
২০১৮ সালে প্রথমবারের মত বিদেশি কোচ স্প্যানিশ আস্কার ব্রুজনকে নিয়োগ এবং বিশ্বকাপে খেলা কোস্টারিকান তারকা জানিয়েল কলিন্দেসকে দলে ভিরানো ছিলো তাদের ঐতিহাসিক অর্জন। বসুন্ধরা কিংস ম্যানেজমেন্টর সাথে এখন কেবল একটা জাতীয় নয়; বরং ধীরে ধীরে একটা মহাদেশীয় ফুটবল জায়ান্ট হয়ে উঠেচ্ছে।
© ২০২৫, বিয়ন্ডস্টার ডিজিটাল লি: সর্বস্বত্ব সংরক্ষিত।