প্রিন্ট এর তারিখঃ Aug 26, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 18, 2025 ইং
বরনমাউথকে ৪-২ গোলে হারিয়ে মৌশুম শুরু করলো লিভারপুল।
বরনমাউথকে ৪-২ গোলে হারিয়ে মৌসুম শুরু করলো লিভারপুল।
বিস্তারিত: আজকে থেকে শুরু হয়েছে ইপিএলের ২০২৫-২৬ আসর। প্রথম ম্যাচেই মুখোমুখি বরনমাউথ আর লিভারপুল। ম্যচ শুরু হবার পর হাফ টাইমের কিছুক্ষণ আগে ম্যাচের ৩৭ তম মিনিটে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন হুগো ইকিটিকি। ১-০ তে লিড নিয়ে হাফ টাইমে যায় লিভারপুল। হাফটাইম হতে ফেরার ৪ মিনিট পর লিভারপুলকে ২-০ এর লিড এনে দেয় গাকপো। এরপর এন্টোয়নি সেমেনো ৬৪ ও ৭৬ মিনিটে বরনমাউথের হয়ে গোল করে সমতায় আনেন ম্যাচ। এরপর ৮৮ মিনিটে লিভারপুলকে আবার লিড এনে দেন ফেডরিকো। এবং ম্যাচে যোগ করা অতিরক্ত সময়ের চতুর্থ মিনিটে মোহাম্মদ সালা গোল করে বরনমাউথের কফিনে শেষ প্যারেকটি ঠুকে দেন। এভাবেই মৌসুমের প্রথমেই জয় দিয়ে শুরু করে লিভারপুল।
© ২০২৫, বিয়ন্ডস্টার ডিজিটাল লি: সর্বস্বত্ব সংরক্ষিত।